দুই বলিউড সুপারস্টারকে একসঙ্গে বড়পর্দায় দেখার স্বপ্নে ভাটা। 'টাইগার ভার্সেস পাঠান' সিনেমার শুটিং বিলম্বিত, অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে হঠাৎই ছন্দপতন ঘটেছে। শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে দেখতে চাওয়া অনুরাগীদের জন্য রয়েছে মন খারাপের খবর। জানা গেছে, সিনেমাটির শুটিং ২০২৬ সালের এপ্রিলের আগে শুরু হচ্ছে না।
এই দেরির কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে প্রযোজক আদিত্য চোপড়ার নতুন পরিকল্পনা। স্পাই ইউনিভার্সের গত সিনেমাগুলোর মধ্যে অনেক পুনরাবৃত্তির অভিযোগ আসায়, এবার ভিন্নধর্মী কনসেপ্টে কাজ করতে চাইছেন তিনি। সূত্র জানায়, যশরাজ ফিল্মস চাইছে পুরনো ফর্মুলা থেকে বেরিয়ে নতুন গল্প ও নির্মাণ শৈলী নিয়ে দর্শকদের সামনে আসতে।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এখন মূলত ‘ধুম ৪’-এর প্রজেক্টে মনোযোগী। রণবীর কাপুরকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মাণ হচ্ছে গ্লোবাল অ্যাকশন স্ট্যান্ডার্ডে তৈরি এই সিনেমাটি। ফলে আপাতত টাইগার-পাঠান জুটিকে বড়পর্দায় দেখার স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে না।
এক সাক্ষাৎকারে সালমান খান জানান, “এই মুহূর্তে শাহরুখের সঙ্গে কোনো সিনেমা করছি না।” সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানালেও সূত্র বলছে, শুটিং শুরু হলেও সেটি হবে ২০২৬ সালে।
অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর যেন আর কিছুটা দীর্ঘ হলো। যদিও ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে আশার আলো এখনও নিভে যায়নি, তবে বর্তমানে বলিউডের দুই ‘খান’ ভক্তদের কাছে এটি একটি হতাশার খবর। সিনেমাটি কবে মুক্তি পাবে, তার জন্যই এখন অপেক্ষা।
অনলাইন ডেস্ক
Comments: