০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বিনোদন
মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল

image

অকালেই থেমে গেল সংগীতের পথচলা, চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল আর নেই। উত্তরার জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান এ কে রাতুল, ছিলেন ব্যান্ড 'ওইনড'-এর ভোকালিস্ট।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক জসীমের ছেলে ও সংগীতশিল্পী এ কে রাতুল অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন। শুক্রবার রাতে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা এক ঘণ্টার মধ্যে তাঁকে মৃত ঘোষণা করেন।

সংগীতজগতে রাতুল ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও বেজিস্ট। তার দুই ভাই এ কে রাহুল ও এ কে সামীও সক্রিয়ভাবে ব্যান্ড সংগীতের সঙ্গে জড়িত।

ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম নিশ্চিত করেছেন রাতুলের মৃত্যুর খবর। তিনি জানান, রাতুল নিয়মিত জিম করতেন। তবে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

রাহুল বর্তমানে ‘ট্রেনরেক’ ব্যান্ডে গিটার বাজান এবং ‘পরাহো’ ব্যান্ডে ড্রামার হিসেবে কাজ করছেন। অপর ভাই সামী ‘ওইনড’ ব্যান্ডের ড্রামার। তিন ভাইয়ের সংগীতযাত্রা ছিল গর্বের, তবে রাতুলের হঠাৎ মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অল্প বয়সে সংগীতশিল্পী রাতুলের এভাবে চলে যাওয়া তাঁর পরিবার, ভক্ত ও সহশিল্পীদের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে। তার স্মৃতি ও কণ্ঠ সংগীতপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবে। শিল্পী হারিয়ে গেলেও রেখে গেলেন তার সৃষ্টিকে।









অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading