২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বিনোদন
পালক বাবার মৃত্যু: স্ত্রী রিয়ামনিকে জীবন থেকে বয়কট করলেন হিরো আলম

image

বাবার মৃত্যুর পর সংসার ভাঙনের ঘোষণা কনটেন্ট ক্রিয়েটরের। শেষ সময়ে পাশে না থাকায় স্ত্রী রিয়ামনিকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন হিরো আলম পালক বাবার মৃত্যু: স্ত্রী রিয়ামনিকে জীবন থেকে বয়কট করলেন হিরো আলম

জীবনের কঠিন সময়ে পাশে না থাকায় স্ত্রী রিয়ামনি মায়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও মডেল হিরো আলম। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। মৃত্যুর খবর নিজেই নিশ্চিত করেন হিরো আলম। একইসাথে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হিরো আলম লিখেছেন, “রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হসপিটালে মৃত্যুশয্যায় ছিলেন অথচ সে নাচগানে ব্যস্ত ছিল। তার পরিবারের কেউ কখনো আমার বাবাকে দেখতে আসেনি।”

তিনি আরও বলেন, “ছেড়ে দেওয়া গরু কখনও ঘরে বন্দি করা যায় না। আমি তাকে ভালো পথে আনতে চেয়েছিলাম, কিন্তু সে নিজের স্বভাব পাল্টাতে পারেনি। খুব শিগগিরই সবাই বুঝতে পারবেন রিয়ামনি আসলে কেমন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম দাবি করেন, রিয়ামনি ঢাকা শহরের বিভিন্ন বারে নাচ করতেন এবং সেই পেশা থেকে বের করে এনে তাকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। প্রেমের সম্পর্কে জড়িয়ে একসাথে কাজ করতে গিয়ে প্রথম স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্স দেন, এরপর রিয়ামনিকে বিয়ে করেন হিরো আলম। অভিনয়, গান ও মিউজিক ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে জুটিবেঁধে কাজ করছিলেন এই দম্পতি। তবে বাবার মৃত্যু ঘিরে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে চলে এসেছে। একদিকে প্রিয়জনের মৃত্যু, অন্যদিকে পারিবারিক সম্পর্কের ভাঙন—এই কঠিন সময়ে হিরো আলমের প্রতি সহানুভূতি ও দোয়া জানিয়েছেন তার ভক্ত ও অনুসারীরা।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading