বলিউড আবারও হারাল এক জনপ্রিয় মুখ। মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন খল চরিত্রে খ্যাতিমান অভিনেতা মুকুল দেব। কয়েকদিন ধরেই আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। মুকুল দেবের মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া। ভাই রাহুল দেব ও সহশিল্পী বিন্দু দাড়া সিং তার মৃত্যু নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং নিজেকে সমাজ থেকে গুটিয়ে নিয়েছিলেন।
বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি এবং আইসিইউতে ভর্তি ছিলেন। ২৩ মে (শুক্রবার) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মুকুলের ভাই রাহুল দেবও একজন খ্যাতনামা খলনায়ক। অভিনেতা বিন্দু দাড়া সিং তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “মুকুল আর কোনোদিন বড়পর্দায় নিজেকে দেখতে পারবে না — এটা দুঃখজনক।”
পরিবারের মা-বাবা মারা যাওয়ার পর থেকেই মুকুল নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেন। খুব কমই ঘর থেকে বের হতেন বা কারোর সঙ্গে দেখা করতেন। তবে বলিউডে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তিনি তার ক্যারিয়ার শুরু করেন একজন মডেল হিসেবে। এরপর দস্তক, সরফরোশ, ওয়াজুদ, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনীসহ বহু সিনেমায় পার্শ্ব ও ভিলেন চরিত্রে অভিনয় করেন। তিনি শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু এবং বাংলা সিনেমাতেও কাজ করেছেন। বাংলায় তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, ও সুলতান: দ্য সেভিয়ার।
মুকুল দেবের মৃত্যুর খবরে বলিউডে ফের নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও ভক্তদের হৃদয়ে তিনি আজীবন থেকে যাবেন তার অভিনয়গুণে। এই প্রতিভাবান অভিনেতার প্রস্থান ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
অনলাইন ডেস্ক
Comments: