০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বিনোদন
টাকা ধার করে কিনেছিলেন শাহরুখ, আজ ‘মান্নাত’র দাম ২২ গুণ বেড়েছে

image

টাকা ধার করে কেনা বাংলো এখন বলিউডের সেরা সম্পদের একটি। ২০০১ সালে ১৩.২৩ কোটিতে কেনা ‘মান্নাত’ এখন ৩০০ কোটির বেশি মূল্যের।

বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান ২০০১ সালে মুম্বাইয়ের বান্দ্রায় একটি ছয়তলা বাংলো কেনেন, যা আজ সবার কাছে পরিচিত ‘মান্নাত’ নামে। সেই সময়ে তাদের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। বাড়িটি কেনার জন্য শাহরুখ এক প্রযোজকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ক্রয়ের সময় বাংলোটির দাম ছিল প্রায় ১৩.২৩ কোটি রুপি।

ইতিহাস বলছে, ১৯১৪ সালে নরিম্যান কে দুবাস ‘ভিলা ভিয়েনা’ নামে এই বাড়িটি নির্মাণ করেন। পরে এর নাম হয় ‘জান্নাত’। শাহরুখ ও গৌরী কেনার পর এর নাম দেন ‘মান্নাত’। তখন এর অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সংস্কারের জন্য অনেক সময় ও পরিশ্রম করতে হয়েছে।

বড়সড় সংস্কারের কাজের জন্য প্রথমে একজন ডিজাইনার আনা হলেও, খরচ বেশি হওয়ায় গৌরী খান নিজেই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন সম্পন্ন করেন। বর্তমানে মান্নাতে রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, সার্ভেন্ট কোয়ার্টার এবং নানা ঐতিহ্যবাহী ও দুষ্প্রাপ্য সামগ্রী।

শাহরুখ খান নিজেই বলেছেন, এই বাড়ি তিনি কখনো বিক্রি করবেন না। আজকের বাজারে এর মূল্য প্রায় ৩০০ কোটি রুপি, যা কিনার সময়ের দামের চেয়ে প্রায় ২২ গুণ বেশি।

টাকা ধার করে কেনা বাংলো ‘মান্নাত’ আজ বলিউডের অন্যতম প্রতীকী সম্পত্তি। শাহরুখ ও গৌরীর শ্রম, সময় ও স্বপ্নে গড়া এই বাড়ি এখন শুধু একটি বাসস্থান নয়, বরং ভক্তদের কাছে তীর্থস্থান।













সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading