তিন দশকের বলিউড রাজত্বের পর জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। এটাই তাঁর প্রথম জাতীয় সম্মান।
শাহরুখ খান, যিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’ পর্যন্ত বলিউডের একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন, এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।
৩৩ বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের ভালোবাসা, অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা থাকলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর ঝুলিতে ছিল না। অবশেষে ‘জওয়ান’ (২০২৩) সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছেন তিনি।
শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর ‘ডর’, ‘বাজিগর’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো বহু আলোচিত সিনেমায় তিনি প্রধান চরিত্রে ছিলেন।
২০২৩ সালেই মুক্তি পেয়েছে তাঁর তিন ব্লকবাস্টার: পাঠান, জওয়ান, ও ডানকি। প্রতিটি ছবিই বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছে। এবারের পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে টুয়েলভথ ফেল, সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি (‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’)।
সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘কাঁঠাল’, আর ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন সুদীপ্ত সেন। বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর দীর্ঘ ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক। বিশ্বজুড়ে ভক্তদের কাছে এটি একটি আবেগঘন ও গর্বের মুহূর্ত।
অনলাইন ডেস্ক
Comments: