ভারতের দক্ষিণী সিনেমার তারকা এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছেলে সিঙ্গাপুরের স্কুলে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন। ৮ বছরের মার্ক শঙ্কর এখন সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন, পবন কল্যাণ সফর স্থগিত করে ছেলের পাশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিঙ্গাপুরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণের ছেলে, ৮ বছর বয়সী মার্ক শঙ্কর পবনোভিচ।
প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডে মার্কের হাত ও পা দগ্ধ হয় এবং ধোঁয়ার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। জনসেনা পার্টির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কের অবস্থা আশঙ্কাজনক নয় তবে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে জানা গেছে, রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত পবন কল্যাণ তখন অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় ছিলেন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে সফর স্থগিত করে সিঙ্গাপুরে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পবন কল্যাণ ২০১৩ সালে রাশিয়ান মডেল ও অভিনেত্রী আন্না লেজনেভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে—কন্যা পোলেনা এবং পুত্র মার্ক শঙ্কর। পবন কল্যাণ শুধু দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নন, বরং রাজনীতিতেও শক্ত অবস্থান রয়েছে তার। তিনি অন্ধ্রপ্রদেশের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী এবং জনসেনা পার্টির প্রধান।
পুত্রের দুর্ঘটনার খবরে পবন কল্যাণের ভক্ত ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সবার আশা, ছোট্ট মার্ক দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই ঘটনায় আবারও উঠে এসেছে শিশুদের নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্ন।
অনলাইন ডেস্ক
Comments: