০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিনোদন
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

image

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডি। জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান—ঢাকা থেকে আসা সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় স্থানীয় পুলিশ সহযোগিতা করে। প্রাথমিকভাবে জানা গেছে, জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করা হয়—আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন। জেআরএ-এর পোস্টে আরও বলা হয়, “আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার করতে হবে।” এই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই তাকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতারের ঘটনায় বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জুলাই হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading