০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বিনোদন
বিটিএস-এর কামব্যাক: মাইকেল জ্যাকসনের অ্যালবামে থাকছে কোরিয়ান ব্যান্ডটির গান

image

বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে কোরিয়ান পপ সেনসেশন বিটিএস এবার প্রস্তুত তাদের প্রত্যাবর্তনের জন্য। আর এই প্রত্যাবর্তন আরও স্মরণীয় করে তুলতে তারা যুক্ত হয়েছে পপ লিজেন্ড মাইকেল জ্যাকসনকে ঘিরে এক বিশেষ অ্যালবাম প্রকল্পে।

সামরিক বাহিনীর দায়িত্ব পালন শেষে বিটিএস সদস্যরা একে একে ফিরে আসছেন সংগীতাঙ্গনে। আর এ সময়েই সামনে এসেছে এক যুগান্তকারী খবর—বিশ্ববিখ্যাত স্টুডিও গ্রাউস লজে তারা একটি গান রেকর্ড করেছে, যা প্রয়াত মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানাতে তৈরি একটি অ্যালবামের অংশ।

সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর বিটিএস সদস্যরা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং কামব্যাক অ্যালবামের কাজ করছেন। তারা অংশ নিয়েছেন প্রয়াত মাইকেল জ্যাকসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত একটি বিশেষ অ্যালবামে। দ্য আইরিশ সান জানিয়েছে, বিটিএস আয়ারল্যান্ডের গ্রাউস লজ স্টুডিওতে গানটি রেকর্ড করেছে। স্টুডিও কর্ণধার প্যাডি ডানিং বলেন, "বিগত বছর ধরে আমরা বিভিন্ন শিল্পীকে সঙ্গে নিচ্ছি। বিটিএস একটি গান ইতিমধ্যেই রেকর্ড করেছে।" মাইকেল জ্যাকসনের জন্য ২০০৬ সালে লেখা গানগুলো এতদিন অপ্রকাশিত ছিল। এবার সেই গানের নতুন সংস্করণ তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

অ্যালবামে বিটিএস ছাড়াও কাজ করছেন রডনি জার্কিন্স ও র‍্যাপার নেফিউ। বিটিএস পূর্বেও মাইকেল জ্যাকসনের গান কভার করেছে—২০১৮ সালের ‘ফেস্টা’তে জংকুক ও জিমিন কভার করেছিলেন "Black or White"। জ্যাকসনের ছেলে প্রিন্স জ্যাকসন একবার বলেছিলেন, “বিটিএস-এর পারফরমেন্সে আমি আমার বাবার ছায়া দেখতে পাই।” বিটিএস-এর প্রত্যাবর্তন ২০২৬ সালের মার্চে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

বিটিএস-এর প্রত্যাবর্তন শুধু তাদের ভক্তদের জন্য নয়, বরং সমগ্র পপ সংগীতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানে অংশ নেওয়া এই ব্যান্ডের প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা ও মূল্যায়নের নিদর্শন। প্রত্যাবর্তনের আগে এ উদ্যোগ আরও বাড়িয়ে দিচ্ছে ভক্তদের উত্তেজনা।








অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading