বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল এবার সত্যিকারের খুশির অপেক্ষায়। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেছে, মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বর মাসেই নতুন অতিথি আসতে পারে এই দম্পতির ঘরে। এর আগে বারবার গুঞ্জন উঠলেও সেসব ছিল অনুমানমাত্র।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় নীরব থেকেছেন। বিয়ের পর থেকেই ক্যাটরিনার মা হওয়ার খবর বারবার আলোচনায় এসেছে। তবে এবারের খবরকে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করায় গুঞ্জন মিলেছে বাস্তবতার সঙ্গে। সাম্প্রতিক সময়ে ক্যাটরিনাকে প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। তার এই অনুপস্থিতিই ভক্তদের কৌতূহল ও জল্পনা বাড়িয়েছে। জানা গেছে, সন্তান জন্মের পর তিনি দীর্ঘ মাতৃত্বকালীন বিরতি নেবেন। এজন্য আপাতত কোনো নতুন সিনেমার শুটিং হাতে নিচ্ছেন না তিনি।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত মেরি ক্রিসমাস সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। অন্যদিকে, ভিকি কৌশলকে সম্প্রতি দেখা গেছে ছাভা সিনেমায়, যেখানে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাঁদের ঘরে নতুন অতিথির আগমন শুধু পরিবারের জন্য নয়, ভক্তদের কাছেও আনন্দের সংবাদ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন সবাই।
অনলাইন ডেস্ক
Comments: