০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিনোদন
শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান, যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য

image

বলিউড বাদশাহ শাহরুখ খান সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় মুম্বাইয়ে ঘটেছে দুর্ঘটনাটি। শুটিং পিছিয়ে গেছে অন্তত দুই মাস।

ভারতীয় সিনেমার সুপারস্টার শাহরুখ খান নতুন ছবি ‘কিং’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অ্যাকশন দৃশ্যের চিত্রধারণ চলাকালীন তিনি আহত হন।

তাকে অবিলম্বে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের কোন অংশে আঘাত লেগেছে তা স্পষ্টভাবে জানা না গেলেও, আঘাতের মাত্রা এতটাই গুরুতর যে আগামী দুই মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর ‘কিং’ ছবির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি সময়ে শুটিং পুনরায় শুরু হতে পারে।

এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কয়েক মাস আগে লন্ডনে একাধিক লটের শুটিং সম্পন্ন হয়। মুম্বাইয়ে নতুন লটের কাজ শুরুর সময়েই ঘটে এই দুর্ঘটনা। এখন পর্যন্ত শাহরুখ খান বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

শাহরুখ খানের এই দুর্ঘটনা তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও ‘কিং’ সিনেমার শুটিং পিছিয়ে গেছে, তবে ভক্তরা আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং সিনেমার কাজ আবারও শুরু করবেন।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading