০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিনোদন
চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত বলিউড আইটেম গার্ল শেফালি জরিওয়ালা

image

বলিউডে 'কাঁটা লাগা' গান দিয়ে পরিচিতি পাওয়া জনপ্রিয় আইটেম গার্ল শেফালি জরিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ‘বিগ বস ১৩’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত বলিউড ও তাঁর অগণিত ভক্তরা। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শেফালি জরিওয়ালা। তাৎক্ষণিকভাবে তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ আরও দুইজন তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাতেই চিকিৎসকরা জানান, শেফালি জরিওয়ালা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। এই দুঃসংবাদের খবরে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ‘ডিজে ডল’-এর ‘কাঁটা লাগা’ গানটির রিমিক্স ভিডিওতে পারফর্ম করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শেফালি জরিওয়ালা। এরপরে তিনি 'মুঝসে শাদি করোগে' সিনেমায় সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তাঁর কর্মজীবনে তিনি ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়া ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে পুনরায় আলোচনায় আসেন। তার আকস্মিক প্রস্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সহকর্মী, সহশিল্পী ও অনুরাগীরা শোক প্রকাশ করেছেন।

শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে বলিউড হারালো এক উজ্জ্বল নক্ষত্র। তার স্মরণীয় কাজ এবং স্টাইল আজও ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading