০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আল মুনতাসির। তিনি ছোট পলাশবাড়ী গ্রামের মাসুদ রানার একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানের পশ্চিম পাশে খেলছিল মুনতাসির। খেলার ফাঁকে সে পূর্ব পাশে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। আকাশ-বাতাস যেন নিস্তব্ধ হয়ে ওঠে এই অকাল মৃত্যুতে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “এ ধরনের দুর্ঘটনা এড়াতে বর্ষাকালে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে যাদের বাড়ির পাশেই পুকুর বা খাল রয়েছে, তাদের আরও সচেতন থাকা উচিত।











রিলাক্স মিডিয়া/ঠাকুরগাঁও প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading