যশোরের বেনাপোলে আব্দুল আলীম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলীম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রায়ই তাকে আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। কয়েকদিন ধরে তাকে আর দেখা না যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সকালে ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মানিক কুমার সাহা বলেন, আমরা স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়
Comments: