০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
আউশকান্দি সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: বাস, ১০ সিএনজি ও ২ মোটরসাইকেল ছাই – আহত বহু, কোটি টাকার ক্ষতি

image

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে আউশকান্দি সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আগুন লেগে এক বাস, দশটি সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরবেলায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ড মুহূর্তেই পাম্প এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শতাধিক চালক ও স্থানীয় মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেন। ক্ষতিগ্রস্ত সিএনজি চালকরা জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।



গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরের অদূরে একটি লোকাল বাসে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের পাইপ ছিঁড়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি লোকাল বাস, ১০টি সিএনজি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল পুড়ে যায়। এসময় গ্যাস নিতে আসা সিএনজি চালকসহ ২০-২২ জন আহত হন। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জ, নবীগঞ্জ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।



দমকল বাহিনীর ইনচার্জ হাবিবুর রহমান জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তেই পুরো পাম্প ধ্বংস হয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় পাম্পের ওপরতলায় ঘুমিয়ে থাকা কয়েকজন কর্মী চিৎকার শুনে দৌড়ে পাশের ধানক্ষেতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি চালকরা জানিয়েছেন, অধিকাংশ গাড়ি ব্যাংক ঋণে কেনা হয়েছিল। গাড়ি পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানিয়েছেন।



আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের অগ্নিকাণ্ড শুধু কোটি টাকার ক্ষতিই ডেকে আনেনি, বরং বহু পরিবারের জীবিকা বিপর্যস্ত করেছে। ক্ষতিগ্রস্তরা সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা ও ক্ষতিপূরণ পাওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা এমন ভয়াবহ দুর্ঘটনা রোধে গ্যাস পাম্পে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।












রিলাক্স মিডিয়া/বুলবুল আহমেদ 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading