০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা বিদেশি মদ, মোবাইল ফোন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ মাদক এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলা পরিষদের আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।অভিযানকালে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট, গাঁজা, বিদেশি বিভিন্ন জাতীয় মদের বোতল, মোবাইল ফোন ও মাদক বিক্রির হিসাব বই, বিভিন্ন আলামত সহ মাদক ব্যবসায়ী  সাইদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাইদুল হক দত্তপাড়া গ্রামের আব্দুল হক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বানিয়াচং সহ বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সেনাবাহিনী তাকে আটক করে জব্দকৃত মালামাল সহ বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। 






রিলাক্স মিডিয়া/বুলবুল আহমেদ 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading