০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটে, মঠবাড়িয়ায় হাসপাতাল মালিকসহ তিনজন আসামি

image

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

রোববার (২৬ অক্টোবর, ২০২৪ খ্রিঃ) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, মঠবাড়িয়া চৌকিতে এই মামলা দায়ের করেন সৌদি প্রবাসী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া আসমা বেগমের ছেলে কলেজছাত্র মো. ফোরকান।

মামলায় হাসপাতালের মালিক মনির হোসেন, আরও দুইজন ওয়ার্ড কর্মচারীসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন নারী নার্সকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)কে দাখিল করা দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন জাকির সোমবার রাতে সাংবাদিকদের জানান, “ভুল চিকিৎসা ও অপারেশনের কারণে ওই নারী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত তিন মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।”

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। কপি পাওয়ার পর প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।













রিলাক্স মিডিয়া/মো.তানভীর হাসান, বিশেষ প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading