নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভোরঞ্জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে বন্দর থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরবর্তীতে রমনা থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত বিভোরঞ্জন দৈনিক আজকের পত্রিকা-এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন বলেন, লাশ উদ্ধারের বিষয়টি সত্য। এ ঘটনার তদন্ত বন্দর নৌ পুলিশ করছে।
রিলাক্স মিডিয়া/মেহেদী হাসান অপূর্ব
Comments: