জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে বিশ্বনেতাদের সম্মানে নিউইয়র্কে আয়োজিত এক অভ্যর্থনা নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূস।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লোটে নিউইয়র্ক প্যালেসে ২৩ সেপ্টেম্বর এক অভ্যর্থনা নৈশভোজের আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নেন বিশ্বনেতারা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার মেয়ে দীনা ইউনূসকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। প্রেস উইং থেকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়—ড. ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প দাঁড়িয়ে আছেন।
প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, ওই সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশ্বনেতারাও ট্রাম্প দম্পতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পের এ সাক্ষাৎ আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি আরও জোরদার হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
অনলাইন ডেস্ক
Comments: