০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বেতাগীতে জামায়াতের বিক্ষোভ

image

বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টার বেতাগী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং শহরের প্রদানসড়কগুলো প্রদর্ক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ সমাবেশ করেন।


শুক্রবার সকাল ১০ টার বেতাগী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিলশেষে বক্তারা বলেন, জুলাই সনদ দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার অন্যতম দলিল। এর মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ও ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। বর্তমান ভোটাধিকার সংকটে জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং সেই ভিত্তিতে নির্বাচন কমিশনকে সংস্কার করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন মহল জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে।

মিছিলশেষে সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী আমির বলেন,' আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে জনগণের প্রকৃত ভোটাধিকার প্রতিফলিত হবে। এতে কোনো একটি দল প্রভাব বিস্তার করতে পারবে না এবং সংসদে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বক্তারা দাবি করেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জুলাই সনদকে কার্যকর করা ছাড়া বিকল্প নেই।

এসময় উপজেলা জামায়াতে ইসালামী সেক্রেটারী প্রভাষক মো. শহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন জরুরি। অন্যথায়, ভোটারদের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে না।

এসময় উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন সভাপতি মাস্টার নাসির উদ্দিন, মোকামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ। সমাবেশ সঞ্চালনা করেন বেতাগী পৌর জামায়াতে সেক্রেটারি মোল্লা মাসুম। এছাড়া বিক্ষোভ সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।











রিলাক্স মিডিয়া/মো সৌরব


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading