সিলেটের সীমান্তবর্তী এলাকায় আবারও বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, বালু উত্তোলনকারী নৌকা এবং দুটি ট্রাক জব্দ করা হয়েছে। দুই দিনে পরিচালিত এসব অভিযানে একজনকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, অরিও বিস্কুট, চিনি, বিয়ার ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। অভিযানে সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে দুইটি ট্রাকসহ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। অভিযানে একজন আসামিকে আটক করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও জব্দ করা হয়।
৪৮ বিজিবি’র অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটককৃত আসামিকে ভারতীয় মাদকদ্রব্যসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আগের মতোই অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযান শুধু অবৈধ পণ্যের প্রবাহ ঠেকাচ্ছে না, বরং মাদক ও অর্থপাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
অনলাইন ডেস্ক
Comments: