০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় দুদকের নোটিশ, ২১ কার্যদিবসে সম্পদের হিসাব দিতে নির্দেশ

image

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বড় পদক্ষেপ। বিপুল পরিমাণ সম্পদের অভিযোগে বাসার গেটে নোটিশ টানাল দুদক, ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসার গেটে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোটিশ টানিয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা ৩ সদস্যের একটি দল নগরীর পাঠানটুলায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ির দরজায় এ নোটিশ ঝুলিয়ে দেয়। নোটিশে উল্লেখ করা হয়—প্রাপ্ত তথ্য অনুযায়ী দুদকের বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী এবং নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

 নোটিশে বলা হয়েছে, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের পূর্ণ বিবরণী দুদকে দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য প্রদান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে দুদক।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি টানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান।
প্রাথমিক অনুসন্ধানে দুদক নিশ্চিত হয়েছে যে বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবার।

সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের এ পদক্ষেপ সিলেট জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের পূর্ণ হিসাব জমা দেয়ার মাধ্যমে তিনি অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কি না, তা এখন সময়ই বলে দেবে।















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading