০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
বিচার দাবিতে উত্তাল শহর,এ.আর. মামুন খানের আবেগঘন বক্তব্যে কাঁদলেন জনতা

image

পিরোজপুরের মঠবাড়িয়া জুড়ে নেমে এসেছে শোক আর ক্ষোভের কালো মেঘ। অপহরণের পর হৃদয়বিদারকভাবে খুন হওয়া কিশোর অটোচালক হৃদয় (১৭)-এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে গত মঙ্গলবার বিকেলে বিক্ষোভে ফেটে পড়ে পুরো পৌরশহর।

উপজেলা রিকশা, অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে শত শত মানুষ জড়ো হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। ক্ষুব্ধ এলাকাবাসীর কণ্ঠে তখন একটাই দাবি
“হৃদয়ের হত্যাকারীদের ফাঁসি চাই!”

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আউয়াল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর. মামুন খান, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম নান্না, রনি মুন্সি, ইউনিয়নের সাধারণ সম্পাদক সগীর মল্লিক ও নিহতের পিতা আলমগীর হোসেন। প্রতিবাদ সমাবেশে এ.আর. মামুন খান গভীর আবেগে বলেন “একজন পরিশ্রমী কিশোরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হৃদয়ের রক্ত যেন বৃথা না যায়, আমরা সবাই তার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

তার বক্তব্যে অনেকের চোখে পানি চলে আসে। উপস্থিত জনতা একসঙ্গে শ্লোগান তোলে “হৃদয়ের হত্যার বিচার চাই!”

গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান হৃদয় প্রতিদিন অটোরিকশা চালিয়ে সংসার চালাত। গত মঙ্গলবার সন্ধ্যায় সে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। রাত গভীর হলে পরিবারের উদ্বেগ বাড়ে।ফোন করলে অপর প্রান্ত থেকে এক অচেনা কণ্ঠ জানায়, তোমার ছেলেকে অপহরণ করা হয়েছে, পঞ্চাশ হাজার টাকা না দিলে ওকে আর জীবিত পাবা না। ভয়ে-আতঙ্কে পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে।দুই দিন পর গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের বহেরাতলা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন অভিযান চলছে “এলাকাবাসীর খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।













রিলাক্স মিডিয়া/মো.তানভীর হাসান

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading