০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
স্বৈরশাসকের জুলুম-নির্যাতনের শিকার বেগম জিয়া ছিলেন আপোষহীন- কৃষিবিদ শামীম

image

বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করতে গিয়ে স্বৈরশাসকের মিথ্যা মামলায় জুলুম-নির্যাতনের শিকার হলেও বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রামপাল-মোংলা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মোংলা উপজেলা অডিটরিয়ামে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি প্রদান এবং গরীব, অসহায় ও বিধবা মহিলাদের মাঝে শাড়ি বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এ দেশের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত ও নিরক্ষরতা দূরীকরণের জন্য তার জীবদ্দশায় নিরন্তর সংগ্রাম চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে শিক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: সামিউল হক'র সভাপতিত্বে এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) ইমান হোসেন রিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ'র মোংলা উপজেলা সভাপতি শাহ আলম, পৌর শাখার সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












রিলাক্স মিডিয়া/আলী আজীম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading