০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী নিষিদ্ধ: নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক ঘোষণা এসএমপি কমিশনারের

image

জননিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা — ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। পাশাপাশি প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী—উভয়ের স্বার্থই রক্ষা পাবে।’

কমিশনার আরও বলেন, বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম চলছে, যা জনভোগান্তি বাড়াচ্ছে। এসব অনিয়ম রোধে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে।

তিনি আরও জানান, ‘সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।’

এ সময় কমিশনার জানান, নগরবাসীর যাতায়াত সুবিধার্থে দ্রুতই গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত প্রদান করেন।

এসএমপি কমিশনারের এই নির্দেশনার ফলে সিলেট নগরীতে সিএনজি চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার হলো। নিরাপত্তা নিশ্চিত ও যাত্রীসেবা উন্নয়নের এই পদক্ষেপ নগরবাসীর ভোগান্তি কমাবে বলে আশা করা হচ্ছে।











অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading