০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
অপারেশনের ভয়ে সিলেটে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ, আইসিউতে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

image

অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ম তলা থেকে লাফিয়ে পড়া রোগীর মৃত্যু। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মূত্রথলি ও মূত্রনালীর সমস্যায় ভর্তি ফয়েজ আহমদ (৩০) নামের এক রোগী আসন্ন অস্ত্রোপচারের ভয় থেকে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেন।

ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে আইসিউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত ফয়েজ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতালের সহকারি পরিচালক ডা. এটিএম রাসেল মিশু জানান, সোমবার (২৫ আগস্ট) তার অপারেশনের সময় নির্ধারিত ছিল। রোগীর স্ত্রীও হাসপাতালে উপস্থিত ছিলেন। তবে অপারেশনের ভয় ও কিছু সাইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণে তিনি ইমার্জেন্সি এক্সিটের ফাঁক দিয়ে লাফ দেন। এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা বেষ্টনির ঘাটতির বিষয়েও খতিয়ে দেখছে।

অপারেশনের ভয় ও মানসিক চাপ থেকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ শোকাহত। চিকিৎসকদের মতে, রোগীর মানসিক অবস্থা আগে থেকেই কিছুটা অস্থির ছিল। এ ঘটনা স্বাস্থ্য খাতে মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্বের দিকেও নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।














অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading