০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সিলেটে বন্যার আশঙ্কা, ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’

image

সিলেট আবারও মুখোমুখি হতে চলেছে প্রাকৃতিক দুর্যোগের। একটানা কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আর এবার নতুন আতঙ্কের নাম—‘ঈশান’ বৃষ্টিবলয়। শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’-এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকবে। এর ফলে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে ওয়েদার পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি।

গত কয়েকদিন ধরে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। ‘ঈশান’ নামের একটি শক্তিশালী বৃষ্টিবলয় বাংলাদেশের উপর সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, দেশের প্রায় ৯০% এলাকায় এই বৃষ্টির প্রভাব পড়বে। বিশেষভাবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কাও করা হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন: আগস্ট মাসজুড়ে সিলেটে বৃষ্টির প্রবণতা বাড়বে। আগামী ৩ দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির ফলে সিলেটে উজানের পানি প্রবাহিত হয়ে আসতে পারে। নিচু এলাকায় নদ-নদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে। এখনই নির্দিষ্টভাবে নদ-নদীর পানি বিপৎসীমার কতটা ওপরে উঠবে বলা যাচ্ছে না। শহরের জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোর জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

সিলেটবাসীকে আরেকটি দুর্যোগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃষ্টিবলয় ‘ঈশান’ শুধু বৃষ্টি নয়, বয়ে আনতে পারে আকস্মিক বন্যা ও দুর্ভোগ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখনই প্রশাসন ও সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরি।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading