০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় ১জনের মৃত্যু

image

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকার পরিবার পরিকল্পনার দায়িত্বে থাকা যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন। ‎পরিবারের সদস্যরা বলেন, প্রতিদিনের মত বিকাল ৪ টার দিকে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই রাস্তার প্রধান সড়কে অটোরিক্সার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের তথ্য অনুযায়ী হাসপাতালে নিয়ে গেলে তিনি জানান,মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

‎কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত অবস্থায় এ ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের ফলে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।

‎কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, অটোরিক্সার ধাক্কায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিক্সাকে এখনও শনাক্ত করা যায়নি। সনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।










রিলাক্স মিডিয়া/তিমির বনিক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading