বিশ্বনাথের স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় রায় ঘোষণা। ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন, আরও ১৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা।
সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় আদালত ৩২ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। বুধবার (২৯ জুলাই) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন।
রায়ে ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:
যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম
নজরুল আলম
সদরুল
সিরাজ উদ্দিন
জামাল
রাজন মিয়া শাহীন
আবদুল জলিল
আনোয়ার হোসেন
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন:
ইলিয়াছ মিয়া
আব্দুন নুর
জয়নাল
আশিক
আসকির মিয়া
ফরিদ মিয়া
আকবর মিয়া
আদালতের পিপি কামাল হোসেন জানান, রায় ঘোষণার সময় মামুনুর রশিদ ছাড়া বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। মামুনুর রশিদকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, ২০২১ সালের ১ মে বিকেলে বিশ্বনাথ উপজেলার চৈতননগর এলাকায় যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম জোরপূর্বকভাবে জমিতে মাটি কাটতে গেলে প্রতিবাদ করেন জমির মালিক নজির উদ্দিন ও মানিক মিয়ার পরিবারের সদস্যরা। এ সময় সাইফুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় স্কুলছাত্র সুমেল, তার বাবা আব্দুল মানিকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। পরে সুমেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সুমেল স্থানীয় শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘিরে এলাকায় স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে। আদালতের এই রায় সিলেটে বিচার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: