০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
মেহেন্দিগঞ্জের গর্ব: চানপুর ইউনিয়নের রাসেদ আলম এখন আমেরিকান পুলিশ অফিসার

image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের আলহাজ্ব নজরুল আলম (নেজামল হক) হাওলাদারের বড় সন্তান রাসেদ আলম যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

একজন মেহেন্দিগঞ্জের সন্তান হয়ে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রের নিরাপত্তা বিভাগে কাজ করাটা নিঃসন্দেহে গর্বের বিষয়। তার এই সাফল্যে এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।

স্থানীয়দের মতে, রাসেদ আলমের এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং প্রমাণ করে যে, সুযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তেই সাফল্য অর্জন সম্ভব।









রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading