কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচারের নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। সিলেটের জিন্দাবাজারে কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সিলেট শহরের জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ফেনসিডিল পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—
১. মো. আরমান (৩৪), পিতা মো. মোতালিব, কুশিয়ারা, বন্দর, নারায়ণগঞ্জ
২. নাদিম মিয়া (৪১), পিতা মৃত মোজাম্মেল হোসেন, শাসনেরবাগ
৩. ইমন (২৭), পিতা নান্নু মিয়া
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, বাচ্চাদের পায়জামা ও আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে ফেনসিডিল ঢাকার উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারকারীরা দীর্ঘদিন ধরে এমন কৌশলে বিভিন্ন মাদক পণ্যের চালান পাঠাচ্ছিল। তারা কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সন্দেহ এড়াতে চাইছিল। অভিযানে উদ্ধার হওয়া ২০০ বোতল ফেনসিডিলের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
আটকদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচার রোধে নজরদারি বাড়ানোর পরামর্শও দেন তারা।
অনলাইন ডেস্ক
Comments: