০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সিলেটে ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

image

সিলেটে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা। আবহাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত।

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ের মধ্যে কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের (২৯ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৯২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় (২৮ জুলাই সকাল ৬টা থেকে ২৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার।

আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই কম, যা ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করেছে আবহাওয়া অফিস। এছাড়া আগামীকাল (৩০ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।

সিলেটবাসীকে পরবর্তী ২৪ ঘণ্টায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস, বিশেষ করে বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় বাইরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।









অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading