সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে বিজিবি জব্দ করেছে ৩ কোটি টাকারও বেশি ভারতীয় চোরাই পণ্য। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানে আবারও বড় সফলতা মিলেছে। এবার ধরা পড়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং পাচারকালে বাংলাদেশি মাছ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির তথ্য মতে, বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি’র টহল টিম ভারতীয় স্মার্ট ফোনের ডিসপ্লে, বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, গরু এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর বহনকারী বেশ কয়েকটি নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে এবং চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান রোধে বিজিবির এই অভিযান বড় একটি বার্তা দেয়। নিয়মিত এ ধরনের অভিযান চোরাকারবারিদের দৌরাত্ম্য কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক
Comments: