০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
ভাঙ্গা উপজেলায় বাঁশবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

image

ফরিদপুরের ভাঙ্গায় নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় । সে ঐ গ্রামের মোতালেব ওরফে মতে শেখ এর স্ত্রী। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন কাজে যাওয়ার সময় বাঁশ বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গঙ্গাদরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে গৃহবধূর গলায় ওরনা প্যাচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে।







রিলাক্স মিডিয়া/এস এম জাহিদ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading