০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সিলেটে নিখোঁজের একদিন পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

image

সিলেটের জাফলংয়ে চোরাচালান বিরোধী অভিযানে প্রাণ হারালেন বিজিবি সদস্য। নিখোঁজের একদিন পর ইছামতি নদী থেকে উদ্ধার হলো মাসুম বিল্লাহর।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় ধাক্কায় পানিতে তলিয়ে যাওয়া বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল পৌনে ৫টার দিকে ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার হয়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হওয়ার স্থান থেকে বেশ দূরে মরদেহ পাওয়া গেছে। শনিবার বিকাল ৫টার দিকে অভিযানের সময় মাসুম পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। একদিনের তৎপরতার পর মরদেহ উদ্ধার সম্ভব হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকা থামানোর সময় তীব্র ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাসুম নদীতে পড়ে যান এবং স্রোতের টানে ভেসে যান। চোরাচালান ঠেকাতে গিয়ে জীবন দিলেন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ। তার এই আত্মত্যাগ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির অবিচল প্রতিশ্রুতির প্রতীক হয়ে থাকবে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading