০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড

image

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, আল-আমীন, স্বাধীন, মো. শাহজালাল, মো. ফয়সাল হাসান ও সুমন ওরফে সাব্বির।

এর আগে শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরেন। গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান আসামিদের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় পুরো এলাকা এখনো উত্তেজিত। পুলিশের দাবি, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও পরিকল্পনা উদ্ঘাটন হবে।











অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading