বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জুনিয়র মৌলভি হাসনাইন মৃধার বিরুদ্ধে এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
অভিযুক্ত শিক্ষক উপজেলার রুকন্দি গ্রামের বাসিন্দা। তিনি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী প্রবাসী স্বামী জিয়া উদ্দিন জানান, শিক্ষকতার সুযোগে তার স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে পরকীয়ায় জড়িয়ে পড়েন হাসনাইন। পরে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা নিয়ে স্ত্রীকে নিয়ে উধাও হন।
তিনি আরও বলেন, “আমি ১৮ বছর প্রবাসে শ্রমিকের কাজ করে সংসার গড়েছি। দুই ছেলে সন্তান রেখে স্ত্রী চলে গেছে। এখন ছোট ছেলে সারাদিন ‘মা মা’ বলে কাঁদে।”
পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষক তাবিজ-কুফরির মাধ্যমেও প্রভাব বিস্তার করেন। অতীতেও তিনি একাধিক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারও আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক হাসনাইন মৃধাকে বরখাস্ত করা হয়েছে।
রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস
Comments: