পীরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মিনি স্টেডিয়ামটি এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন ও সুস্থতা চর্চার স্থান। প্রতিদিন সকাল ও বিকেলে শতাধিক মানুষ এই মাঠে হাঁটতে আসেন, শরীরচর্চা করেন ও পরিবারসহ সময় কাটান। শিশুরা খেলাধুলায় মেতে ওঠে, আবার কেউ কেউ নিরিবিলি পরিবেশে বসে বিশ্রাম নেন।
কিন্তু দুঃখজনকভাবে, সন্ধ্যার পর এই স্টেডিয়াম অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় হাঁটা বা বসে সময় কাটানো বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য এই অন্ধকার একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক সময় ছিনতাই বা দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার আলো সংযোগের দাবিও জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, কিন্তু এখনও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাঠে হাই মাস্ট লাইট বা পর্যাপ্ত LED লাইট বসানো হলে এলাকাবাসী আরো নিরাপদ ও স্বস্তিতে সন্ধ্যা ও রাতেও মাঠ ব্যবহার করতে পারবেন।
পীরগঞ্জবাসীর আশা, এই গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন, যাতে করে স্টেডিয়ামটি দিনে ও রাতে সমানভাবে ব্যবহারযোগ্য হয়।
রিলাক্স মিডিয়া/সাকিব আহসান
Comments: