পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এফবি সাগরকন্যা ডুবে যাওয়ার ঘটনায় ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। ৪ দিন ধরে সাগরে ভেসে থাকার পর দুইটি মাছ ধরার ট্রলার ৯ জন জেলেকে উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে তৎপর কোস্টগার্ড ও নৌবাহিনী।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ঘটনার সময় ট্রলারটিতে মোট ১৫ জন জেলে ছিলেন। ট্রলারডুবির চার দিন পর (মঙ্গলবার, ২৯ জুলাই) অপর দুটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে এবং আহত জেলেদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার জেলেরা জানিয়েছেন, ডুবে যাওয়ার পর তাঁরা জালের ভেতরে বাঁশ ও ড্রামের সাহায্যে ভেসে ছিলেন।
নিখোঁজ ৬ জেলেদের নাম—আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় মাছ ধরার নৌযান।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গত শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে, বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে। উদ্ধার জেলেদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ জেলে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। ট্রলারে অতিরিক্ত ভার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এফবি সাগরকন্যা ট্রলারটি স্থানীয় একটি মৎস্য ব্যবসায়ীর মালিকানাধীন বলে জানা গেছে।
সাগরে ৪ দিন ভেসে থাকার পর ৯ জন জেলের জীবিত ফিরে আসা নিঃসন্দেহে এক বিস্ময়। তবে নিখোঁজ ৬ জেলেকে এখনো খুঁজে না পাওয়ায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযানের ওপর এখনো নির্ভর করছে তাঁদের ভাগ্য।
অনলাইন ডেস্ক
Comments: