দীর্ঘ ১৮ মাসের প্রতীক্ষার অবসান। আজ আনুষ্ঠানিকভাবে সামরিক জীবন থেকে অবসর নিলেন বিটিএস তারকা জিমিন ও জাংকুক। সমর্থকদের সামনে অভিনব সম্মানে ফিরে এলেন কোরিয়ান তারকা জুটি; বিটিএস-এর মিলিটারি অধ্যায়ের অবসান ঘটল।
আজ ১১ জুন সকালে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী, বিটিএস-এর দুই জনপ্রিয় সদস্য জিমিন ও জাংকুক আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনী থেকে মুক্তি পেয়েছেন। ২০২৩ সালের ১২ ডিসেম্বর সেনাবাহিনীর ৫ম ইনফ্যান্ট্রি ডিভিশন আর্টিলারি ব্রিগেডে যুক্ত হয়েছিলেন তারা।
ডিসচার্জ প্রক্রিয়া শেষে, তারা গিয়ংগি প্রদেশের ইয়নচন পাবলিক স্টেডিয়ামে পৌঁছান। সেখানে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন না থাকলেও ভোরের আগেই জড়ো হয়ে যান শত শত অনুরাগী। জিমিন ও জাংকুক ফুলের তোড়া হাতে ক্যামেরার সামনে এসে সবাইকে সম্মান জানিয়ে বলেন, “দান-গিওল!”—যা কোরিয়ান সেনাবাহিনীর ঐক্যের প্রতীকমূলক শব্দ।
দীর্ঘদিন পর প্রকাশ্যে আসায় কিছুটা লজ্জা পেলেও, জাংকুক বলেন, “আজকের এই আনন্দের মুহূর্তে আমি খুব কৃতজ্ঞ। কোনো মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে এসে একটু বিব্রত লাগছে।” জিমিন জানান, “আমরা জানি অনেকে অনেকদিন অপেক্ষা করেছেন। করোনা থেকে শুরু করে সামরিক জীবন—সব কিছুর মধ্যেও যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।”
জাংকুক আরও জানান, “সিনিয়র, জুনিয়র, ও অফিসারদের প্রতি কৃতজ্ঞ—তাঁরা আমাদের দারুণভাবে দেখাশোনা করেছেন।” জিমিন সেনাবাহিনীর অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “সত্যি বলতে, সহজ ছিল না। তবে একসাথে খাওয়া, কষ্ট ভাগ করে নেওয়া—এই অভিজ্ঞতাগুলো চিরকাল মনে থাকবে।”
জিমিন ও জাংকুক জানিয়েছেন, তারা তাদের সামরিক অভিজ্ঞতা নিয়ে আরও অনেক গল্প ভবিষ্যতে ভাগ করে নেবেন। এদিকে, বিটিএস-এর আরেক সদস্য আরএম ও ভি আগের দিনই মুক্তি পেয়েছেন। সুগা বিকল্প সেবার মাধ্যমে ২১ জুন অবসর নেবেন। এভাবে ২০২২ সালের ডিসেম্বরে শুরু হওয়া বিটিএস-এর সামরিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি ঘটলো।
অনলাইন ডেস্ক
Comments: