০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত

image

০৮ অক্টোবর ২০২৫, বুধবার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র হয়ে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার পর্ব।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, শার্শা উপজেলা বাসীর গর্ব, জনপ্রিয় জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি, এবং শার্শা বিএনপি’র সাবেক সভাপতি, জনপ্রিয় নেতা জনাব আলহাজ্ব খায়রুজ্জামান মধু। উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, তাঁরা উভয়েই সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানান এবং দলকে আরও শক্তিশালী ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত দেন।

আমরা এমন প্রার্থী চাই যারা তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ত, আন্দোলন ও নির্বাচনে একসাথে কাজ করতে পারবেন। বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আছে, তাই প্রার্থীদের জনগণের পাশে থাকতে হবে— শুধু নির্বাচনের সময় নয়, সব সময়।

যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বা যারা মাঠে সক্রিয় নয়, তাদের নিয়ে দল কোনো ঝুঁকি নেবে না। দল আমাকে যেখানেই দায়িত্ব দিক, আমি প্রস্তুত। মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে বিএনপি এবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। এই নির্বাচন শুধু আসন ভাগাভাগির বিষয় নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। সাক্ষাৎকার শেষে কেন্দ্রীয় নেতারা জানান, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।










রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading