ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার প্রাচীন ও লোকজ বিনোদনের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকা বাইচ। আগামী ১ সেপ্টেম্বর এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। তার সহযোগিতায় এবং আলগী ইউনিয়নবাসীর সার্বিক উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজন করা হচ্ছে এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।
নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে প্রতিযোগিতায় অংশ নিতে কয়েকটি দল প্রস্তুতি নিচ্ছে। খাল-বিলের পানিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢাক, করতাল আর উৎসবমুখর পরিবেশে হবে এ প্রতিযোগিতা। আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতির হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং মিলনমেলার মাধ্যমে গ্রামীণ ঐক্য দৃঢ় করতেই এ আয়োজন। তারা আশা করছেন, এ প্রতিযোগিতা স্থানীয় সংস্কৃতি চর্চাকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলবে।
গত বছরের প্রথম আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছিল। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছিল ঝালডাঙ্গা বিল এলাকা। এ বছরও স্থানীয় ছাড়াও পাশের উপজেলার অসংখ্য মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ভিড় জমাবে বলে ধারণা করা হচ্ছে।
আয়োজক ও পৃষ্ঠপোষক স্থপতি মুজাহিদ বেগ বলেন—
“নৌকা বাইচ কেবল একটি খেলাই নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, উৎসব ও মানুষের আনন্দের প্রতীক। আমাদের পূর্বপুরুষেরা যেভাবে এ আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতি সমুন্নত রেখেছিলেন, আমরাও চাই নতুন প্রজন্ম সেই ঐতিহ্যকে জানুক ও উপভোগ করুক।”
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে আসন্ন নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি গ্রামীণ মিলনমেলায় রূপ নেবে বলেই মনে করছেন স্থানীয়রা।
রিলাক্স মিডিয়া/মো:পারভেজ শেখ
Comments: