০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ
সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপ, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

image

সারাদেশে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবার ৩৩ হাজার পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন, আনসার-পুলিশের কঠোর পাহারা, বিশেষ অ্যাপসের মাধ্যমে নজরদারির ঘোষণা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে মোট ৩৩ হাজার পূজা মন্ডপ স্থাপন করা হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। ঢাকায় একটি নির্দিষ্ট লাইন ধরে ধারাবাহিকভাবে বিসর্জনের ব্যবস্থা থাকবে। পূজা মন্ডপে ২৪ ঘণ্টা আনসার মোতায়েন থাকবে এবং পাশাপাশি দিনে ৩ জন ও রাতে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা আরও জানান, এবার পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবারও আরও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হবে। বিশেষ নজরদারির জন্য একটি অ্যাপস চালু থাকবে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে যেকোনো ঘটনা জানানো সম্ভব হবে। পূজা মন্ডপ ঘিরে আয়োজিত মেলাগুলোতেও কঠোর নজরদারি থাকবে। সেখানে কোনো অবস্থাতেই মাদকের আড্ডা চলতে দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, যারা দুষ্কৃতিকারী তারা যেকোনো জায়গায় সমস্যা সৃষ্টি করতে চাইতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবারের দুর্গোৎসবে সারাদেশের পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ধর্মীয় সম্প্রীতির উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পদক্ষেপ নিয়েছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading