০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের পঠন ও গণিত বিষয় দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর এ আলম ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টারে প্রথম হয়ে ৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় ৯০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়। ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সকলকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিতের ভীতি দূর করতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে ইউআরসি ইন্সট্রাক্টর শাহ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

















রিলাক্স মিডিয়া/মোঃ মনোয়ারুল আলম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading