বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ১নং আন্ধারমনিক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভঙ্গা গ্রামে মোসাঃ আখি আক্তার (২৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে গাবতলী বাজারে ভূলু ডাক্তারের বাড়িতে ভাড়া থাকা অবস্থায় স্থানীয়রা আখির ঘরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে তারা দ্রুত কাজিরহাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আখি আক্তারের স্বামীর নাম আরিফ মুন্সী। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, আখির স্বামী আরিফ মুন্সীর গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার ২নং লতা ইউনিয়নের চরসোনাপুর গ্রামের মুন্সিবাড়িতে।
স্থানীয়দের দাবি, আখি আক্তার সংসারজীবনে নানা মানসিক চাপে ভুগছিলেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন — তা এখনও নিশ্চিত নয়। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড — বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কাজিরহাট থানা পুলিশের একটি সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় এলাকায় এই ঘটনাকে ঘিরে নেমেছে শোকের ছায়া। অনেকে বিষয়টির সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।
রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস
Comments: