০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
মাদক ও অনলাইন জুয়ায় বিপর্যস্ত যুব সমাজ: ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

image

বর্তমান সময়ে বাংলাদেশের যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাদকাসক্তি ও অনলাইন জুয়া নামক দুটি সামাজিক ব্যাধিতে। প্রযুক্তির অগ্রগতি যেমন উন্নয়নের পথ খুলে দিয়েছে, তেমনি এর অপব্যবহার সমাজে এক ভয়াবহ সংকট সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, পারিবারিক অবহেলা, বন্ধুদের প্ররোচনা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা থেকেই অধিকাংশ তরুণ মাদক সেবনের দিকে ধাবিত হচ্ছে। মাদক সেবনের ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে, একসময় তারা হয়ে উঠছে পরিবার ও সমাজের বোঝা।

এছাড়াও, সাম্প্রতিক সময়ে ভয়াবহ রূপ নিয়েছে অনলাইন জুয়া। মোবাইল অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তরুণরা দিনরাত জড়িয়ে পড়ছে বাজির খেলায়। এতে একদিকে যেমন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে অপরাধের পথ বেছে নিচ্ছে অনেকেই।

ঢাকার মনোবিদ ডা. ফারহানা হক বলেন, “অনলাইন জুয়া তরুণদের আসক্ত করে ফেলছে, যা তাদের আত্মবিশ্বাস ও পারিবারিক বন্ধনকেও দুর্বল করে দিচ্ছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, মাদক ও জুয়ার সাথে জড়িত তরুণদের সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে বহু অনলাইন জুয়া চক্র ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও মূল সমস্যা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সচেতন অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। এখনই সময়, তরুণদের রক্ষা করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে ওঠা এই ভয়ঙ্কর ফাঁদ জাতির অগ্রগতিকে থমকে দিতে পারে।






মিঠুন চন্দ্র রায়

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading