০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালপুরে সাংবাদিকদের মানববন্ধন

image

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টা ৩০ মিনিটের লালপুর ত্রিমোহিনী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসুচীতে লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন।

লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাষ্টার।

উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম হৃদয়, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল আলী,সম্মানিত সদস্য আমিনুল ইসলাম, নুহু উল্লাহ , শরিফুল ইসলাম তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।











রিলাক্স মিডিয়া/তরিকুল ইসলাম ফাহিম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading