০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
রক্তদান সংগঠন ঝিনাইগাতী এর উদ্যোগে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ কর্মসূচি

image

আল্লাহর বাণী আল কোরআন মানব জাতির জন্য এক চিরন্তন দিক নির্দেশনা। সেই আলো যেন সবার ঘরে পৌঁছে যায় এই উদ্দেশ্যকে সামনে রেখে শেরপুর জেলার রক্তদান সংগঠন ঝিনাইগাতী একটি মহৎ উদ্যোগ নিয়ে দারুস সুন্নাহ মহিলা মডেল মাদ্রাসায় বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য, আল্লাহর বাণী কোরআনের আলো যেনো সমাজের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। আয়োজক সংগঠনের মতে, কোরআনের শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয় এটি সত্য, ন্যায়, মানবতা এবং শান্তির পথ দেখায়।

রক্তদান সংগঠনটি জানিয়েছে, আমরা বিশ্বাস করি, যার হৃদয়ে কোরআনের আলো আছে, তার জীবনে কখনো অন্ধকার থাকে না। কোরআনের শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে শেখায়। “আমাদের এই উদ্যোগ কেবল বই বিতরণ নয় বরং এটি একটি দীনি দাওয়াত, ঈমান, জ্ঞান ও আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা।”

সংগঠনটি আশা করছে, প্রতিটি শিশুর হাতে যেন পৌঁছে যায় আল্লাহর বাণী, প্রতিটি ঘরে জেগে উঠুক ঈমানের আলো, এবং সমাজ আলোকিত হোক কোরআনের শিক্ষায়। এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মসূচিটির ইতিবাচক সাড়া মিলেছে।















রিলাক্স মিডিয়া/মোঃ জসিম মিয়া

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading