০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বড় সাফল্য অর্জন করেছে কাস্টমস গোয়েন্দারা। বিদেশি যাত্রীর লাগেজ থেকে উদ্ধার হলো কোটি টাকার মাদক। ৮ কেজির বেশি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর লাগেজ থেকে ৮.৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কাস্টমসের উপপরিচালক সোনিয়া আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। আটক যাত্রীর নাম এম এস পেটুলা স্টাফেল। তিনি গায়ানার নাগরিক। তবে তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সোনিয়া আক্তার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা বিশেষ নজরদারি চালান। পেটুলা স্টাফেল গ্রিন চ্যানেলে প্রবেশ করার সময় তার লাগেজ স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্লাস্টিকের ভেতরে রাখা ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট উদ্ধার হয়। প্রাথমিক পরীক্ষায় প্যাকেটগুলোতে কোকেন শনাক্ত হয়। উদ্ধারকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি। এ অভিযানে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি ছাড়াও বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কাস্টমস গোয়েন্দাদের দাবি, এ অভিযানের মাধ্যমে দেশের ভেতরে বড় মাপের একটি আন্তর্জাতিক মাদকচালান প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। বিমানবন্দরে তাদের এ ধরনের নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading