০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নৈতিকতা ছাড়া উন্নয়ন টেকসই নয়: সেনাপ্রধানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, মূল্যবোধবিহীন সমাজ নিয়ে লে. সাইফুল্লাহর উদ্বেগ

image

নৈতিকতা ছাড়া উন্নয়ন টেকসই নয়—সেনাপ্রধানের বক্তব্য ঘিরে আলোচনায় উত্তাল রাজনৈতিক অঙ্গন; লে. সাইফুল্লাহর প্রতিক্রিয়ায় উঠে এলো মূল্যবোধবিহীন উন্নয়নের ভয়াবহতা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠেছে—নৈতিকতা ছাড়া কেমন হবে আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়ন? এই বক্তব্য ঘিরে সমাজে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি এক বক্তৃতায় বলেন,

“We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human being, country will not be benefited.”

তার এই বক্তব্য সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে সৃষ্টি করেছে প্রবল প্রতিক্রিয়া।

এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন,

“নৈতিকতাহীন উন্নয়ন একটি নীরব বিপর্যয়।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের মেধাবী জনগোষ্ঠী বেড়েছে, কিন্তু তাদের মধ্যে মানবিকতা, সহানুভূতি, সততা ও নৈতিকতা অনেকক্ষেত্রে অনুপস্থিত।
তিনি বলেন, “শুধু বড় পদে বসালেই মানুষ উপকার করবে এমন নয়। নেতৃত্বে থাকা মানুষের মধ্যে যদি মূল্যবোধ না থাকে, তাহলে সে জাতিকে ক্ষতি করতে পারে।”

লে. সাইফ বলেন, বর্তমান সমাজে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা শেখানো জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন,
“নেতৃত্ব, প্রশাসন, রাজনীতি—সব ক্ষেত্রেই এখন দরকার নৈতিকতার চর্চা। পদোন্নতি দিয়ে নয়, মানবিকতা দিয়েই জাতি গঠিত হয়।”

তিনি আরও আহ্বান জানান, “উন্নয়নের গতি বাড়ানো হয়েছে, এবার প্রয়োজন গুণগত পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়ার।”

সেনাপ্রধানের বক্তব্য আর লে. সাইফুল্লাহর প্রতিক্রিয়া এই সত্যটাই তুলে ধরে—নৈতিকতা ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে প্রয়োজন মেধার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ।










ইয়াছির আরাফাত

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading